মানি প্লান্ট :
ঘরের সৌন্দর্যবর্ধনের জন্য খুবই উপযোগী একটি গাছ। ঘরের বাতাস বিশুদ্ধ রাখতেও এর জুড়ি নেই।
মানি প্লান্ট পালন ও পরিচর্যা:
এই গাছের সবচেয়ে বড় সুবিধা হল মাটি ছাড়াও শুধুমাত্র পানিতে এই গাছ বেড়ে উঠে । তবে চাইলেও মাটিতেও লাগানো যায়। সেক্ষেত্রে পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত মাটি সবচেয়ে উপযোগী।
আলো ঃ সরাসরি সূর্যের আলো পড়েনা এমন জায়গা মানি প্লান্ট রাখার জন্য উপযোগী। মাঝারি থেকে উজ্জ্বল আলোয় এই গাছ খুব জলদি বেড়ে উঠে। কিন্তু গাছের পাতা যদি হলদে হয়ে জায় তবে খানিকটা উজ্জ্বল জায়গায় গাছটি রাখতে হবে। মনে রাখতে হবে সরাসরি সূর্যের আলো পড়ে কিংবা পুরোপুরি অন্ধকার এমন স্থানে মানি প্লান্ট রাখা যাবেনা।
পানি ঃ পানিতে লাগানো মানি প্লান্টের জন্য পানি পরিবর্তন করাই যথেষ্ঠ। নতুন অবস্থায় পানি ঘোলা হয়ে গেলে এবং গাছ যদি বড় হয় সেক্ষেত্রে সপ্তাহে এক-দুইবার পানি বদলে দিলেই হবে।
মাটিতে লাগানো মানি প্লান্টের ক্ষেত্রে মাটি যেন আর্দ্র থাকে তা নিশ্চিত করতে হবে। মাটি যেন একদম শুকিয়ে না যায় কিংবা অতিরিক্ত পানি যেন জমে না থাকে তা খেয়াল রাখতে হবে।
সার ঃ ১৫-৩০ দিন পরপর লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করা যেতে পারে।
বংশবিস্তার ঃ সধারণত মানি প্লান্টের ডাল কেটে পানিতে বা মাটিতে লাগালেই দুই সপ্তাহের মধ্যে নতুন মূল গজায় ও নতুন মানি প্লান্ট গাছ বেড়ে উঠে।
মানি প্লান্টের উপকারিতা :
১. এই গাছ ঘরের ভেতরে উৎপন্ন দূষক পদার্থ শোষণ করে ঘর দূষণ্মুক্ত রাখে।
২. এয়ার ফিল্টারের কাজ করে ঘরে অক্সিজেনের চলাচল বাড়ায়।
৩. ঘরের কোণায় রাখা মাই প্লান্ট দুশ্চিন্তা ও অবসাদ দূর করতে সাহায্য করে।
মানি প্লান্ট নিয়ে কিছু কুসংস্কার ঃ
অনেকেই বিশ্বাস করত মানি প্লান্ট চুরি করে এনে যদি ঘরে লাগানো হয় তাহলে আর্থিক অবস্থার উন্নতি ঘটে।
নিজের মানি প্লান্ট গাছ বা গাছের ডাল কাউকে দেয়া মানে নিজের অর্থসম্পদ কমে যাওয়া।
মানি প্লান্টের বৃদ্ধি নিম্নমুখী হলে অর্থনৈতিক অবস্থাও নিম্নমুখী হয়।
হয়তবা এসব ধারণার জন্যই এই গাছটির নাম মানি প্লান্ট।
টিপস : যেকোনো ইনডোর গাছের মত মানি প্লান্টও সপ্তাহে দুইদিন ২-৩ ঘণ্টার জন্য রোদে রাখতে হবে। এতে করে ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছ রক্ষা পায়। হলদে হয়ে যাওয়া পাতা গোড়া থেকে ছিড়ে ফেলতে হবে। এতে গাছ সুন্দর ও সতেজ থাকবে।
ছবি: নেট ও নিজস্ব নার্সারি থেকে সংগৃহিত।
এই গাছের চারাগুলি অর্ডার এর জন্য ছবির নিচে ডানপাশে লিখা "Send Message" এ ক্লিক করুন।
***সবার অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের পেজ এ দেয়া ছবি গুলো ইন্টারনেট থেকে কালেক্ট করা হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম ছবির গাছ গুলো পরিণত থাকে। আমরা আমাদের নার্সারী থেকে চারা গাছ বিক্রি করে থাকি, এবং চারা গুলো নার্সারী তেই উৎপাদিত, ফ্রেশ এবং একই জাতের। অনেকের কমপ্লেইন থাকে, ছবির সাথে চারার মিল পান না। এক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না, তবে হ্যাঁ, চারার কোয়ালিটি তে কোনো ধরণের হেরফের হয়ে থাকে না। সেই গ্যারান্টি আমরা দিয়ে তারপর চারা বিক্রি করি, আমাদেরকে ভুল না বোঝার জন্য অনুরোধ করা হলো।
0 মন্তব্যসমূহ